সমন্বয়েক দায়িত্ব পাওয়া দুজন হলেন- ঢাকা উত্তরে আনোয়ারুজ্জামান আনোয়ার এবং দক্ষিণে শেখ রবিউল আলম রবি।
Published : 04 Aug 2024, 12:39 AM
ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব ও দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু গ্রেপ্তার হওয়ায় এই দুই পদে সমন্বয়ক বসিয়েছে দলটি।
শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
সমন্বয়েক দায়িত্ব পাওয়া দুজন হলেন- ঢাকা উত্তরে আনোয়ারুজ্জামান আনোয়ার এবং দক্ষিণে শেখ রবিউল আলম রবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার এই পদে সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি সেখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মামলায় নিরব, আমিনুল হক ও মজনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বরিশাল-বগুড়ায় নতুন দায়িত্ব
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন ওই পদে দায়িত্ব পালন করবেন।
কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে সর্বাত্মক সমর্থন দেয় বিএনপি। ১৫ জুলাই থেকে আন্দোলন সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাই ছয়জনের প্রাণহানির পর আরো জোরালো কর্মসূচি দিলে তাতে সর্বাত্মক সমর্থন দিয়ে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা।
২১ জুলাই পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক মানুষ হতাহত হয়। বেসরকারি হিসাবে দুই শতাধিক নিহতের কথা বলা হচ্ছে, সরকার বলছে সংখ্যাটি দেড়শর মত।
ঢাকাসহ সারা দেশে সহিংসতা ও হতাহতের ঘটনায় কয়েকশ মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার মানুষ, যার মধ্যে বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন।