তিনি বলেন, “যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে।”
Published : 16 Mar 2025, 09:08 PM
আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত সব হত্যা-নির্যাতনের বিচার করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে ‘বিএনপি আমার পরিবার’ এর উদ্যোগে গুম-খুন-হত্যা-নির্যাতনে পরিবারের সদস্যদের সন্মানে এক ইফতার অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, এদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে।
“সেটি হলো, যে মানুষগুলো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যেসব পরিবারের ওপরে অন্যায় করা হয়েছে, অবশ্যই সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে।”
তিনি বলেন, “যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে।”
তারেক বলেন, “আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই-অগাস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর বিচার ইনশাল্লাহ অবশ্যই আমরা করব।”
নির্যাতিত পরিবারের সদস্যদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব।”
‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ গুম-খুন-হত্যা এবং জুলাই-অগাস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
ইফতারে আরও উপস্থিত ছিলেন বিএনপির রুহুল কবির রিজভী ও হাবিব উন নবী, আশরাফ উদ্দিন বকুল, শাম্মী আক্তার, অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, মীর হেলাল, আনিসুর রহমান তালুকদার খোকন, আবুল কাশেম, মোস্তফা জামান-ই সেলিম, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবীন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের উদ্দিন নাসির এবং আমরা বিএনপি পরিবারের মোকছেদুল মোমিন মিথুনসহ গুম-খুন পরিবারের সদস্যরা।