অন্তবর্তীকালীন সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ আছে জানিয়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান রেখেছেন তারা।
Published : 10 Aug 2024, 01:15 AM
অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশন এরশাদের দুটি অংশই।
অন্তবর্তীকালীন সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ আছে জানিয়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান রেখেছেন তারা।
শুক্রবার জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে আইনশৃঙ্খলা ফেরানো, পুলিশের যৌক্তিক দাবি মেনে নেওয়া, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা, হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, থানা লুট ও পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জানিয়ে চুন্নু বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করতে হবে।
“বিচার বিভাগের পরিপূর্ণ পৃথকীকরণের ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নতুন আইন করতে হবে। বর্তমান সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সৃষ্টি করতে হবে। একজন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন সে ব্যবস্থা করতে হবে। আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি করতে হবে।”
১৫ বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশসহ সবার দুর্নীতির তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ায় তাদের অভিনন্দন জানান জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।
তারা বলেন, জাপা বিশ্বাস করে ড. মুহাম্মদ ইউনূস তার মেধা ও প্রজ্ঞা দিয়ে বাঙালি জাতিকে নতুন আলোর পথ দেখাবেন। ড. ইউনূসের নেতৃত্বে সব প্রতিকুলতা কাটিয়ে দেশ আবার ঘুড়ে দাঁড়াবে।