কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে অর্থায়ন এবং আরো কয়েকটি অভিযোগে দোষীসাব্যস্ত জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত।

>>রয়টার্স
Published : 25 May 2022, 04:14 PM
Updated : 25 May 2022, 04:14 PM

বুধবার দিল্লির একটি আদালত ওই রায় দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হুসেইন এই রায়কে ‘অবৈধ’ বলেন।

এক টুইটে তিনি লেখেন, ‘‘ভারতের অবৈধ আদালত কয়েক মিনিটের মধ্যে এই রায় দিয়েছে।

‘‘আদর্শবাদী এই নেতা কখনো আত্মসমর্পন করবেন না।”

দিল্লির আদালত রায় ঘোষণার পর ইয়াসিনের সমর্থকরা কাশ্মীরের শ্রীনগরে তার বাড়ির সামনে মিছিল করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা  পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ার গ্যাসের শেল এবং ছররা গুলি ছোড়ে।

গত সপ্তাহে আদালত ইয়াসিনকে দোষীসাব্যস্ত করে।