উত্তরাখণ্ডের লামখাগা পাসে তুষারধস, ১১ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার

ভয়াবহ তুষারধস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়া ১৭ পর্বতারোহীর একটি দলের ১১ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 03:33 AM
Updated : 23 Oct 2021, 03:33 AM

পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ জনের দলটি গত সোমবার পথ হারিয়ে ফেলেছিল; বুধবার তাদের খোঁজে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

হেলিকপ্টারের সহায়তা নিয়ে দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরাও পর্বতারোহীদের উদ্ধার অভিযানে নামেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের দলটি।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মৃতদেহ পায়; একইদিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মৃতদেহ মেলে।

মৃতদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে; জীবিত উদ্ধার দুইজনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উত্তরকাশির জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাকিদের খোঁজে অভিযান অব্যাহত আছে।