পাকিস্তানে চীনা নাগরিকদের লক্ষ্য করে ‘আত্মঘাতী হামলা’, নিহত ৩

পাকিস্তানের দক্ষিণপশ্চিমে চীনা নাগরিকদের গাড়িবহর লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় দুই শিশুসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2021, 04:19 AM
Updated : 21 August 2021, 10:10 AM

শুক্রবার স্থানীয় সময় রাত ৭টার দিকে গওয়াদর বন্দরের ইস্ট বে সড়কে এ হামলার ঘটনা ঘটে।

গওয়াদর পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত, প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী সক্রিয়।

শুক্রবারের হামলায় নিহতদের মধ্যে এক চীনা নাগরিক আছে বলে শনিবার দেশটির দূতাবাসের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছিলেন।

বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।

“বিএলএ চীনা প্রকৌশলীদের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে,” বিবৃতিতে বলেছে গোষ্ঠীটি।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীনা নাগরিকদের নিয়ে গাড়িবহরটি যে পথ দিয়ে যাচ্ছিল, তার কাছাকাছি একটি জেলেপাড়া থেকে এক অল্পবয়সী ছেলে দৌড়ে আসে এবং গাড়িবহরের ১৫ থেকে ২০ মিটার দূরে নিজেকে উড়িয়ে দেয়।

জুলাইয়ে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় একটি বাসে হামলার ঘটনা ৯ চীনা কর্মী ও দুই পাকিস্তানি সেনাসহ ১৩ জন নিহত হয়েছিল।