কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ফের হাজার ছাড়াল

করোনাভাইরাস সংক্রমণের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় প্রায় সামলে ওঠা ভারতে বেশ কিছুদিন পর দৈনিক মৃত্যু ফের হাজার ছাড়াল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 02:39 PM
Updated : 10 July 2021, 02:52 PM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শনিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪২ হাজার ৭৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ১২০৬ জনের।

শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে মৃত্যু। আগের দিন দেশটিতে ৪৩ হাজার ৩৯৩ জন রোগী শনাক্ত হয়েছিল আর মৃত্যু হয়েছিল ৯১১ জনের।

করোনাভাইরাস সংক্রমণের প্রণাঘাতী দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার প্রায় আড়াই মাস পর ২৮ জুন প্রথমবারের মতো ভারতে মৃত্যু হাজারের নিচে নামে। তিন দিন এ ধারা অব্যাহত থাকার পর ১ জুলাই ফের মৃত্যু হাজারের উপরে ওঠে। এরপর টানা নয় দিন দৈনিক মৃত্যু হাজারের নিচে থাকার পর এদিন ফের হাজার ছাড়াল।

চার লাখ সাত হাজার ১৪৫ মৃত্যু নিয়ে চলতি মহামারীতে মৃতের সংখ্যায় ভারত বিশ্বে তৃতীয় স্থানে আছে। ছয় লাখের বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে আর পাঁচ লাখ ৩১ হাজারের বেশি মৃত্যু নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। 

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন কোটি সাত লাখ ৯৫ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে দেশটি।

ছুটির দিনগুলোর জনপ্রিয় গন্তব্যস্থান ও পর্যটন স্পটগুলোতে গত কিছুদিন ধরে ভীড় বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনাভাইরাস বিধিনিষেধ মানায় শিথিলতা দেখানোর বিরুদ্ধে সতর্ক করেছে তারা। জনাকীর্ণ স্থানগুলোতে ভাইরাসটি দ্রুত গতিতে বিস্তারলাভ করছে বলে হুঁশিয়ার করেছে।   

মার্চ, এপ্রিলে ধ্বংসাত্মক হয়ে ওঠা দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখনও পুরোপুরি কাটেনি জানিয়ে সতর্ক করেছে দেশটির সরকার। জনগণকে ভীড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে তারা।  

দেশটির একজন শীর্ষস্থানীয় রাজ্য কর্মকর্তা জানিয়েছেন, জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য ত্রিপুরা থেকে পাঠানো নমুনাগুলোর মধ্যে ৯০ শতাংশ করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা প্লাস ধরন বলে শনাক্ত হয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরাতেই প্রথম ডেল্টা প্লাসের রোগী পাওয়া গেল।