সাগরে দিকহারা নৌকার ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড

আন্দামান সাগরে দিকহারা একটি নৌকা থেকে জীবিত ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। ওই নৌকায় আরও আট জনের লাশ পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 07:37 AM
Updated : 26 Feb 2021, 07:37 AM

উদ্ধার পাওয়া রোহিঙ্গাদের ভারতের এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে শুক্রবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।  

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই রোহিঙ্গাদের উদ্ধারের খবর দিয়ে আরও একজন শরণার্থী নিখোঁজ আছেন বলে জানান।   

রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাটি ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে রওনা হয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সাগরে হারিয়ে যাওয়ার পর এই নৌকাটির যাত্রীদের নিয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক করেছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

এরপর ওই শরণার্থীদের সাহায্য করতে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ আন্দামান সাগরে পাঠানো হয়।

উদ্ধার পাওয়া ৮১ শরণার্থীর মধ্যে ২৩ জন শিশু বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তা শ্রীবাস্তব। 

তিনি আরও জানান, সাগরে চার দিন চলার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, শরণার্থীদের খাবার ও পানি ফুরিয়ে যায়; এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

উদ্ধারের সময়ও অনেকে তীব্র ডায়রিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি।

এসব শরণার্থীর নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে ভারতের সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে বলেও জানিয়েছেন তিনি। 

রোহিঙ্গাদের কোনো দল ক্যাম্প ছেড়ে নৌকাযোগে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে কিনা তা তাদের জানা নেই বলে সোমবার বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছিল।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলো জাতিগত নির্মূল অভিযান শুরু করার পর প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় নেয়।