কোভিড-১৯: ভারতে দৈনিক সংক্রমণ কমছে

ভারতের গত মাস থেকে প্রায় প্রতিদিনই লাখের কাছাকাছি নতুন রোগী শনাক্ত হচ্ছিল। সম্প্রতি যা কমতে শুরু করেছে।

>>রয়টার্স
Published : 7 Oct 2020, 03:56 PM
Updated : 7 Oct 2020, 03:56 PM

বুধবার দেশটিতে ৭২ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। যা দেখে কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণ চূড়ায় পৌঁছে গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়ে আসছে। আগামী কয়েক সপ্তাহ এরকম চলতে থাকলে মোট আক্রান্তের তালিকায় এক নম্বরে থাকা যু্ক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে ভারতের।

দেশটিতে এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক প্রায় তিনগুণ বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর ভারতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়। তবে এরপর থেকে নতুন শনাক্ত রোগী কমতে শুরু করেছে। এখন দৈনিক গড়ে ৭৫,৯০৯ নতুন রোগী শনাক্ত হতে দেখা যাচ্ছে।

ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, ‘‘আমাদের এখানে প্রতিদিনই নতুন সংক্রমণ কমছে। এটা খুবই উৎসাহব্যাঞ্জক।”

ভারতে এখন পর্যন্ত ৬৭ লাখ ৬০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার আরও ৯৮৬ জন মারা যাওয়ায় মোট মৃত্যু এক লাখ ৪ হাজার ৫৫৫ জন।

করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হতে শুরু করলে সংক্রমণের বিস্তার রোধে গত মার্চে ভারত লকডাউন আরোপ করে। এতটা কঠোর ভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছিল যে, অনেকেই সেটিকে সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেছেন। দুর্ভোগে পড়েছিল শ্রমজীবী হাজারো মানুষ।

কিন্তু অর্থনীতি বাঁচাতে সেই লকডাউন বেশিদিন চালানো যায়নি। আস্তে আস্তে কঠোরতা শিথিল করতে হয়েছে। আর এখন কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারগুলোকে বিধিনিষেধ সম্পূর্ণ তুলে দিতে রীতিমত চাপ দেওয়া হচ্ছে। 

ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ভ্রমর মুখার্জী বলেন, ‘‘ভারতের বড় বড় নগরীতে সংক্রমণ কমতে শুরু করেছে। কারণ, সেখানে এরই মধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছেন।”

তিনি বলেন, ১৩০ কোটি মানুষের দেশ ভারতে সম্ভবত ১৩ কোটি মানুষ আক্রান্ত হয়ে গেছেন।