করোনাভাইরাস: সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় ভারত

শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 05:06 AM
Updated : 7 Sept 2020, 05:59 AM

সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯০ হাজার ৮০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের নিয়ে ভারতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জনে। অপরদিকে ব্রাজিলে মোট রোগীর সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার ৫২১ জন বলে জানাচ্ছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।

ফলে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের অবস্থান। যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬২ রাখ ৭৬ হাজার ৩৬৫ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের চেয়ে প্রায় ৭০ হাজার বেশি আক্রান্ত নিয়ে এগিয়ে আছে ভারত। ব্রাজিল তাদের সর্বশেষ শনাক্ত রোগীর সংখ্যা সোমবারই ঘোষণা করবে। 

এই নিয়ে পরপর দ্বিতীয় দিনের মতো ভারতে একদিনে ৯০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হল। মহামারী শুরু হওয়ার পর থেকে কখনোই কোনো দেশে ২৪ ঘণ্টায় এত বেশি কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। রোববার শনাক্ত রোগীর সংখ্যার নতুন রেকর্ড করার একদিন পরই তা ভেঙে আরেকটি রেকর্ড গড়ল ভারত। 

শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত রোগীর তালিকায় নতুন করে ৯০ হাজার ৬৩২ জন যুক্ত হয়েছিল।

কয়েকদিন আগেও ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের। দেশটিতে জুলাইয়ের মাঝামাঝি একদিনে ৭৭ হাজার ২৯৯ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছিল।

একদিনে ৭৮ হাজারের বেশি শনাক্ত রোগী নিয়ে গত সপ্তাহেই ভারত যুক্তরাষ্ট্রের ওই রেকর্ড ভেঙে ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে বিশ্বের মধ্যে দৈনিক সবেচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানিয়ে আসছে ভারত।

মোট মৃত্যুর সংখ্যা বিশ্বে তৃতীয় স্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দক্ষিণ এশিয়ার এ দেশটি।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এ আরও ১০১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে। এদের নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।

গত পাঁচ দিন ধরে প্রতিদিন দেশটিতে এক হাজারেরও বেশি কোভিড-১৯ রোগীর মৃত্যু হচ্ছে।

মোট এক লাখ ৮৮ হাজার ৯৮১ মৃত্যু নিয়ে এ তালিকায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট মৃতের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬৫০ জন।