সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরতে চীন-ভারত সমঝোতা

লাদাখের গালওয়ান উপত্যকার বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে ভারত ও চীনের সামরিক কমান্ডারদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 10:25 AM
Updated : 23 June 2020, 10:25 AM

সোমবার দুই পক্ষের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে এ সমঝোতা হয় বলে মঙ্গলবার ভারতের সরকারি সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

“পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে,” বলেছে সূত্রগুলো। 

গত সপ্তাহে হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের হাতাহাতি লড়াইয়ে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থান নিয়ে ছিল। বিরাজমান উত্তেজনা কমিয়ে আনতে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে বসেন।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তের বিতর্কিত অংশে উত্তেজনা লাঘবে পদক্ষেপ নেয়ার বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে।

গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চীনের ৪০ জন সেনা নিহত হওয়ার যে খবর সম্প্রতি গণমাধ্যমে এসেছে সেগুলোকে ‘ভুয়া খবর’ বলে বর্ণনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

রোববার ভারতের একজন মন্ত্রী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই সংঘর্ষে চীন অন্তত ৪০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছিলেন।