লকডাউন: ঘরে চাল নেই, শঙ্খচূড় সাপ দিয়ে উদরপূর্তি অরুণাচলে

বাড়িতে চাল না থাকায় জঙ্গলে গিয়ে অত্যন্ত বিষধর শঙ্খচূড় সাপ শিকার করে খেয়েছে ভারতের অরুণাচল প্রদেশের একদল লোক। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 08:25 AM
Updated : 20 April 2020, 08:50 AM

এ ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ওই ভিডিওতে তিন ব্যক্তিকে ১২ ফুট লম্বা একটি শঙ্খচূড় সাপের মৃতদেহ নিজেদের কাঁধের ওপর দিয়ে জড়িয়ে ধরে রাখতে দেখা গেছে। জঙ্গল থেকে সাপটি শিকার করে এনেছেন, এমনটিই বলছিলেন তারা।

এরপর কলাপাতা বিছিয়ে সাপটি কেটে এর মাংস পরিষ্কার করেন ওই শিকারীরা।

এ সময় তাদের একজনকে বলতে শোনা যায় যে, কোভিড-১৯ মহামারীর কারণে জারি করা লকডাউনের কারণে তাদের ঘরে কোনো চাল নেই।

“তাই কিছু পাই কিনা দেখতে জঙ্গলে গিয়েছিলাম আর এটিকে পেলাম,” বলেন ওই ব্যক্তি।

ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইনে শঙ্খচূড়া সাপ একটি সুরক্ষিত সরীসৃপ এবং এর হত্যা জামিন অযোগ্য অপরাধ।

এই আইনে ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারপর থেকে তারা পালিয়ে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা 

ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে বহু বিপন্ন প্রজাতির সাপের বাস বলে এনডিটিভি জানিয়েছে।

গত চার সপ্তাহ ধরে ভারতজুড়ে লকডাউন চলছে। এতে উপার্জন বন্ধ হয়ে যাওয়ার দেশটির গরিব শ্রমিক, গ্রামবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।