কমল হাসানের সিনেমার শুটিংয়ে ক্রেন দুর্ঘটনায় নিহত ৩

ভারতের চেন্নাইয়ে জনপ্রিয় অভিনেতা কমল হাসানের একটি সিনেমার শুটিং চলাকালে ক্রেন দুর্ঘটনায় তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 08:17 AM
Updated : 20 Feb 2020, 08:18 AM

বুধবার রাতে চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, নিহতরা শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ ছবির কাজে ক্রেনের ওপর একটি বাক্সের মতো কাঠামোর ভেতরে ছিলেন, এক পর্যায়ে হঠাৎ করেই ক্রেনটি ভেঙে মাটিতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় কমল হাসান শুটিং কমপ্লেক্সের ভেতরে অন্য একটি স্থানে ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনডিটিভিকে জানিয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন।

‘ইন্ডিয়ান ২’ ছবির প্রযোজক সংস্থা লাইকা ক্রেন দুর্ঘটনায় নিহত তিনজনের নাম জানিয়েছে। এরা হলেন, ছবির সহকারী পরিচালক কৃষ্ণ, আর্ট অ্যাসিস্টেন্ট চন্দ্রন ও প্রোডাকশন অ্যাসিস্টেন্ট মধু।

“যখন ক্রেনটি ভেঙে পড়ে তখন তারা এর মাথায় একটি বাক্স আকৃতির কাঠামোর ভেতর ছিলেন। সম্ভবত তারা শুটিংয়ের লাইটিংয়ের কাজ করছিলেন। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে,” এনডিটিভিকে এমনটাই বলেছেন এক পুলিশ কর্মকর্তা।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েলটি পরিচালনা করা শঙ্কর দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।