ফের চন্দ্রাভিযান: বছরের শুরুতেই চন্দ্রযান-৩’এর ঘোষণা ভারতের

ব্যর্থতার পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর লক্ষ্য ফের চাঁদ। তাই নতুন বছরের প্রথম দিনেই তৃতীয় চন্দ্র অভিযানের পরিকল্পনা ঘোষণা করল ইসরো।

>>রয়টার্স
Published : 1 Jan 2020, 04:16 PM
Updated : 1 Jan 2020, 04:16 PM

বুধবার ইসরোর চেয়ারম্যান কে শিবন বলেন, 'চন্দ্রযান ২-এর কাজের ওপর ভিত্তি করেই চন্দ্রযান-৩ মিশন শুরু করা হবে। এ প্রকল্পের কাজ এখন পর্যন্ত ভালভাবে এগুচ্ছে।'

তিনি বলেন, “২০২০ সালেই অভিযানটি শুরু করা ভারতের লক্ষ্য। তবে তা ২০২১ সালেও গড়াতে পারে।” সরকার চন্দ্রযান-৩ অভিযানের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিবন।

সফট ল্যান্ডিং করতে না পারায়, চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল ভারতের এর আগের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। এবার চন্দ্রযান ২ এর ভুল সংশোধন করেই পরবর্তী মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, যদি কোনো ত্রুটি থেকে থাকে তাও খতিয়ে দেখা হচ্ছে।

এবারের যাত্রায় সফল হলে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে পারা চতুর্থ দেশ হবে ভারত। এ পর্যন্ত কেবল রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন চন্দ্রাভিযানে সফল হয়েছে।

ইসরো চেয়ারম্যান কে শিবন বলেছেন, যে চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, সেখানেই অবতরণ করানো হবে চন্দ্রযান-৩কেও।