এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম ‘বিক্রি মার্চের মধ্যে’

ভারতের ঋণজর্জরিত দুই রাষ্ট্রীয় কোম্পানি এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনকে সরকার আগামী বছরের মার্চের মধ্যেই বিক্রি করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 10:19 AM
Updated : 17 Nov 2019, 01:48 PM

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

“সব কাজ চলতি বছরের মধ্যে শেষ করে আমরা এ কোম্পানি দুটি বিক্রির পথে অগ্রসর হবো বলে আশা করছি। পরিস্থিতিই বাকিটা দেখবে,” বলেছেন সীতারমণ।

ভারতীয় অর্থমন্ত্রীর এ বক্তব্য এমন এক সময়ে এলো যখন প্রায় ৫৮ হাজার কোটি রুপি ঋণের বোঝায় দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার বেহাল দশা।

চলতি মাসের শুরুতে বিমান কোম্পানিটির চেয়ারম্যান অশ্বিনী লোহানী প্রতিষ্ঠানের কর্মীদের কাছে লেখা এক খোলা চিঠিতে বিক্রি করা হলে এয়ার ইন্ডিয়ার স্থায়িত্ব বাড়বে বলে আশা প্রকাশ করেছিলেন।

বিনিয়োগকারীদের মধ্যে এয়ার ইন্ডিয়াকে নিয়ে ব্যাপক আগ্রহ আছে বলেও সীতারমণ জানিয়েছেন।

ভারতের মন্ত্রিসভা সম্প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রক্রিয়ায় বদল এনেছে; প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির আগে রোড শো-র মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট এবং তাদের উদ্বেগ দূর করার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি।

গত বছর ভারতের কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বিভাগ ছাড়তে চাইলেও তাতে বিনিয়োগকারীদের সাড়া মেলেনি।

হাতে রাখা বাকি ২৪ শতাংশ শেয়ার দিয়েই সরকার ছড়ি ঘোরাতে পারে এ শঙ্কায় বিনিয়োগকারীরা সাড়া দেননি বলে বিমান পরিবহন বিষয়ক পরামর্শক সংস্থা সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল।

সরকার এবার হাতে থাকা ১০০ শতাংশ শেয়ার বিক্রির ক্ষেত্রে সব বাধা সরিয়ে নিয়েছে।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) কর্মকর্তারা অক্টোবরে সরকারের হাতে থাকে ৫৩ দশমিক ২৯ শতাংশ বিক্রি করে দেয়ার সিদ্ধান্তে ‍সম্মত হন।

এ পেট্রোলিয়াম কোম্পানিটির বাজার মূলধন এক দশমিক শূন্য দুই লাখ কোটি রুপি; হাতে থাকা শেয়ার বেচে সরকার ৬৫ হাজার কোটি রুপির মতো পাওয়ার আশা করছে বলে জানিয়েছে এনডিটিভি।