চন্দ্রযান ২: নাসার ছবিতেও চন্দ্রপৃষ্ঠে বিক্রমের আছড়ে পড়ার প্রমাণ

একেবারে শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভারতের চন্দ্রজয়ের স্বপ্নভঙ্গ হয়। তখনই ভারতের মহাকাশ সংস্থা ইসরো বলেছিল, তাদের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতেই পড়েছে। নতুন কিছু ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসাও একই কথা বলেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 07:03 AM
Updated : 27 Sept 2019, 07:03 AM

শুক্রবার টুইটারে নাসা চাঁদের বুকে বিক্রমের আছড়ে পড়ার জায়গার কিছু ছবি পোস্ট করেছে বলে জানায় বিবিসি।

নাসার পক্ষ থেকে বলা হয়, নাসার একটি মহাকাশযান থেকে তোলা নতুন কিছু ছবিতে চন্দ্রপৃষ্ঠে বিক্রমের যেখানে নামার কথা ছিল ওই জায়গাটি দেখা গেলেও ‘বিক্রমের সুনির্দিষ্ট অবস্থান এখনো জানা যায়নি’। 

ছবিগুলো সবই রাতে তোলা, তাই বিক্রমকে দেখা যাচ্ছে না। চাঁদে এখন দীর্ঘ শীতের রাত চলছে।

পৃথিবী থেকে দীর্ঘ ৪৭ দিনের যাত্রা শেষে গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি থেকে মাত্র ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকতেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল। চাঁদের ওই অংশটি এখনও মানুষের কাছে অজানা। সেখানে জমাট বরফ আকারে পানি থাকার বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন ভারতের চন্দ্রযান-১ অভিযান থেকে।

কথা ছিল, ঠিকঠাক পৌঁছাতে পারলে চন্দ্রযান-২ এর রোভার প্রজ্ঞান নতুন তথ্য পাঠাবে পৃথিবীতে। সেখান থেকে হয়ত জানা যাবে, চাঁদের বুকে কতটা পানি কী অবস্থায় আছে।

নাসার বিবৃতিতে বলা হয়, “বিক্রম যে জায়গায় আছড়ে পড়েছে সেটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৬০০ কিলোমিটার দূরে।

“নাসার মহাকাশযান এলআরও গত ১৭ সেপ্টেম্বর ওই স্থান অতিক্রম করেছে এবং ওই এলাকার কিছু ছবি পাঠিয়েছে; যেগুলোর রেজ্যুলেশন খুব ভালো ছিল। তবে এখন পর্যন্ত ল্যান্ডারটি কোথায় আছে বা সেটির কোনো ছবি পাওয়া যায়নি।”

আগামী মাসে এলআরও আবারও একই জায়গার উপর দিয়ে উড়ে যাবে। তখন সেখানে পরিষ্কার ছবি পাওয়ার মত যথেষ্ট আলো থাকবে বলে আশা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।

“এখন যে ছবিগুলো হাতে এসেছে সেগুলো অন্ধকারের মধ্যে তোলা। বেশিরভাগ জায়গায়ই তাই বিশাল বিশাল ছায়া দিয়ে ঢাকা। হয়তো বিক্রম কোনো ছায়ার আড়ালে ঢাকা পড়ে আছে। অক্টোবরে আলোর মধ্যে এলআরও যখন ওই জায়গা দিয়ে আবারও উড়ে যাবে তখন আমরা ছবি তোলার এবং বিক্রমকে খুঁজে বের করার চেষ্টা করবো।”