ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

ভারতের কর্নাটক, কেরালা ও মহারাষ্ট্র রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 02:41 PM
Updated : 10 August 2019, 02:41 PM

শনিবার সরকারি হিসাবে মৃতের এ সংখ্যা জানানো হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে লাখ লাখ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কেরালায় প্রায় ৪২ জনের মৃত্যু হয়েছে এবং বন্যাদুর্গত এক লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবেলা সেল জানিয়েছে। দুই দিনে রাজ্যটিতে ৮০টি ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

শনিবার রাজ্যটির ওয়ায়নাড জেলার বানাসুরাসাগর বাঁধের পানির উচ্চতা ঠিক রাখার জন্য ও গুরুতর ক্ষয়ক্ষতি এড়াতে বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে।

রানওয়ে পানিতে ডুবে যাওয়ায় রোববার বিকাল ৩টা পর্যন্ত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বাতিল করা হয়েছে।

কেরালার প্রতিবেশী কর্নাটকে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদুরাপ্পা শনিবার জানিয়েছেন। 

রাজ্যটির প্রায় ১,০২৪টি গ্রাম ডুবে গেছে, কয়েকটি বাঁধের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং দুই লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্নাটকের প্রতিবেশী মহারাষ্ট্র রাজ্যে চলতি সপ্তাহে বন্যায় ২৯ জনের মৃত্যু হয়েছে।  

শনিবার কেরালা ও ভারতের অন্যান্য দক্ষিণাঞ্চলীয় রাজ্যে ভারি থেকে অত্যন্ত ভারি বৃষ্টিপাত এবং কর্নাটক ও মহারাষ্ট্রের কয়েকটি অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ।