২০০ রুপি শোধে ৩০ বছর পর ভারতে কেনিয়ার সাংসদ

ভারতের মহারাষ্ট্রে এসে ত্রিশ বছর আগে ধার নেওয়া ২০০ রুপি শোধ করলেন কেনিয়ার সাংসদ রিচার্ড টোঙ্গি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 08:53 AM
Updated : 12 July 2019, 08:53 AM

সোমবার ঋণদাতা মুদি দোকানির সঙ্গে তার দেখা দেখা হওয়ার আবেগঘন ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে যায় বলে জানিয়েছে আনন্দবাজার।

ভারতীয় এ সংবাদমাধ্যমটি জানায়, টোঙ্গি গত শতকের ৮০-র দশকে মহারাষ্ট্রের আওরঙ্গবাদের স্থানীয় একটি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে পড়তে এসেছিলেন।

তখন আর্থিকভাবে এতটাই সঙ্গীন ছিলেন যে দেশে ফেরার সময় মুদি দোকানি কাশীনাথ গাওলির কাছ থেকে নেওয়া ২০০ রুপিও শোধ দিতে পারেননি।

টাকা শোধ করতে স্ত্রী মিশেলকে নিয়ে মহারাষ্ট্রে নেমে সোমবার সেই ঋণদাতাকে খুঁজে বের করেন কেনিয়ার এ সাংসদ।

টোঙ্গি জানান, শিক্ষার্থী অবস্থায় তার আর্থিক দুর্দিনে মুদি দোকানি কাশীনাথের পরিবারই তার পাশে দাঁড়িয়েছিল।

“তখনই ভেবেছিলাম একদিন এ ঋণ শোধ করবোই,” কাশীনাথ ও তার পরিবারের সদস্যদের নিজের দেশে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।