কাশ্মীরে ভারতীয় সীমান্ত পুলিশের বাস গিরিখাদে, নিহত ১

ভারতের জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক থেকে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি) সদস্যদের বহনকারী একটি বাস গিরিসঙ্কটে পড়ে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 06:09 AM
Updated : 24 Dec 2018, 11:12 AM

সোমবার সকালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গিরিসঙ্কটে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির।

রাজ্যের বুদগামের স্থানীয় সরকার নির্বাচন শেষে সীমান্ত পুলিশের ওই দলটি একটি বহরের সঙ্গে জম্মুতে ফিরছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৬ আরোহী ছিল।

স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে রামবান জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বাসটির ধ্বংসাবশেষ থেকে ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রামবানের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গাছের কারণে বাসটি খাদের বেশি গভীরে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বলেও জানিয়েছেন ওই তিনি।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। গণমাধ্যমে আসা ছবিতে উদ্ধারকারীদের দড়ি ব্যবহার করে বাসটিকে উপরে টেনে তোলার চেষ্টা করতে দেখা গেছে।