ব্রায়ান অ্যাডামসের কনসার্টের ছবিতে দিল্লির দূষণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ভক্ত-অনুসারীদের ধন্যবাদ জানিয়ে কানাডীয় শিল্পী-গীতিকার ব্রায়ান অ্যাডামসের দেওয়া তার কনসার্টের একটি ছবিতে দিল্লির বায়ুদুষণের চিত্র ফুটে উঠেছে।  

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 08:31 AM
Updated : 16 Oct 2018, 08:33 AM

কনসার্টে আসা জনসমাগমের মাথার ওপর ধুলা ও ধোঁয়ার মধ্যে কালো ছায়ামূর্তির একটি ছবি রোববার ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রায়ান।

এ ধরনের কিছু আগে কখনো দেখেননি জানিয়ে অভিজ্ঞ এ মিউজিশিয়ান ঘটনাটিকে ‘ঐন্দ্রজালিক’ হিসেবেও অ্যাখ্যা দেন বলে খবর বিবিসির।

ছবিতে দেখা যাওয়া ওই ছায়ামূর্তি দিল্লির দূষণজনিত পরিস্থিতির কারণেই সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাতাসের মান ভয়াবহ রকম নাজুক হওয়ায় ভারতের বিভিন্ন শহর বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে। দেশটির রাজধানী নয়া দিল্লি দূষণজনিত দিক দিয়ে বিশ্বের ৬ষ্ঠ নিকৃষ্ট শহর, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যও।

চলতি সপ্তাহে দিল্লি ও এর চারপাশের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দূষণের মাত্রাকে ‘খারাপ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতির উন্নতির জন্য সরকার জরুরি ব্যবস্থাপনা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) চালু করেছে। বাতাসের মান ভালো করতে বর্জ্য পোড়ানোর মতো কর্মকাণ্ডে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

কনসার্টে আসা মানুষজনের ধরে রাখা ফোনের আলোর উপরে ভুতুড়ে ছায়ামূর্তির ওই ছবিটি ব্রায়ান তোলেন দিল্লির দক্ষিণ পশ্চিমের শহর গুরগাঁওয়ের লেইজার ভ্যালি পার্ক থেকে।

কানাডীয় এ শিল্পী এখন ৬৬টি কনসার্টের সমন্বয়ে করা বিশ্ব সফরের মাঝপথে রয়েছেন; ভারতেও তার ৫টি কনসার্ট করার কথা।

গুরগাঁওয়ের ওই কনসার্টে কয়েক হাজার সঙ্গীতশ্রোতা অংশ নেন। সেখানে ‘কিংবদন্তিতুল্য গায়কি প্রদর্শনের জন্য’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রায়ানকে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় ভক্ত-অনুসারীরা।

এক ব্যবহারকারী অবশ্য ওই অস্বাভাবিক ‘ভুতুড়ে ছবি’ নিয়ে কৌতুক করার সুযোগও হাতছাড়া করেননি।

“দিল্লির দূষণের একটা ভালো ব্যবহার পাওয়া গেল হা হা হা,” বলেছেন তিনি।