আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 12:23 PM
Updated : 15 Sept 2018, 12:24 PM

নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও আছে এবং এটি কোনো জঙ্গি হামলার ঘটনা নয় বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঘটনাস্থল ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে হেলিকপ্টরটি বিধ্বস্ত হয়েছে।

“কারিগরি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তালেবানের গোলার কারণে নয়,” বলেছেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে কাবুল থেকে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান জঙ্গিদের একের পর এক হামলার কারণে আফগানিস্তানের সামরিক বাহিনী ও দেশটিতে মোতায়েন বিদেশি বাহিনীগুলো সৈন্য ও সরবরাহ পাঠাতে আকাশপথের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। কিন্তু অপর্যাপ্ত প্রশিক্ষণ ও নিম্নমানের পরিকল্পনার কারণে প্রায়ই এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা ঘটছে।