ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

ভারতের তেলেঙ্গানা রাজ্যে তীর্থযাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার শিশুসহ অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 08:48 AM
Updated : 11 Sept 2018, 01:50 PM

মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলার একটি পাহাড়ি রাস্তার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উপত্যকায় পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এনডিটিভি।

বাসটি ৬০ আসনের হলেও সেটিতে ৮৬ জন যাত্রী ছিল বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কোন্ডাগাত্তুতে মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীরা জাগতিয়ালে ফিরছিলেন। শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোডে স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের একজন বিবিসিকে বলেন, অতিরিক্ত যাত্রী থাকার কারণে দুর্ঘটনার পর লোকজন বাস থেকে বেরিয়ে আসতে পারেনি।

ভারতের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনা এড়াতে ঘাট রোডে চলাচলের বিষয়ে স্থায়ী কিছু নির্দেশণা ও বিধিনিষেধ দেওয়া আছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর নিহত প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।