ছোটদল, স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে: পিটিআই মুখপাত্র

ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর জোট সরকার গঠনে ছোট দল ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

>>রয়টার্স
Published : 28 July 2018, 02:45 PM
Updated : 28 July 2018, 03:09 PM

ভোট শেষ হওয়ার প্রায় ৫৬ ঘণ্টা পর শনিবার পাকিস্তান নির্বাচন কমিশন চূড়ান্ত অনানুষ্ঠানিক ফল ঘোষণা করে।

চূড়ান্ত ফলে পিটিআই সবচেয়ে বেশি ১১৫টি আসন পেয়েছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৬৪ আসন পেয়ে দ্বিতীয় এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসনে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে।

ইমরানের দল এক কোটি ৬১ লাখ ভোট পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল। নওয়াজের দল পেয়েছে এক কোটি ২১ লাখ ভোট।

তবে পাকিস্তানের ২৭২ সদস্যের নিম্নকক্ষে একক সরকার গঠন করতে হলে অন্তত ১৩৭টি আসন পেতে হবে।

তাই সরকার গঠন করতে হলে ইমরানের দলকে জোট বাঁধতে হবে। বড় দুই দলকে দুর্নীতিবাজ বলে তাদের সঙ্গে জোট বাঁধবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ইমরান।

পিটিআই’র একজন জ্যেষ্ঠ মুখপাত্র ফয়সাল জাভেদ রয়টার্সকে বলেন, “আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে… এমকিউএম এর সঙ্গে আলোচনা ভালো মতই এগুচ্ছে।”

মুত্তাহিদা কাউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬টি আসনে জয়লাভ করেছে।

নতুন গঠিত দুই পার্টি সিন্ধু প্রদেশের গ্রান্ড ডেমক্রেটিক অ্যালিয়ান্স (জিডিএ) ২টি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) চারটি আসনে জিতেছে। এই দুই দলের সঙ্গেও পিটিআই আলোচনা করতে যাচ্ছে বলে জানা গেছে।

আগামী ১৪ অগাস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলেও জানান পিটিআই মুখপাত্র ফয়সাল।