ছত্তিশগড়ে স্থলমাইন বিস্ফোরণে ৬ নিরাপত্তা সদস্য নিহত

ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াদা জেলায় মাওবাদীদের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 10:26 AM
Updated : 20 May 2018, 10:26 AM

রোববার দান্তেওয়াদা জেলার চোলনার গ্রামের ভিতর দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনাস্থলেই পাঁচ জওয়ান মারা যান। গুরুতর আহত অপর দুজনকে হেলিকপ্টার যোগে রাজ্যের রাজধানী রায়পুরের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরেকজন মারা যান।

ঘটনাস্থলে নিহত পাঁচ জনের মধ্যে তিন জন ছত্তিশগড় আর্মড পুলিশের সদস্য এবং বাকী দুজন জেলা পুলিশ বাহিনীর সদস্য।

নাক্সাল-বিরোধী বাহিনীর ডিজিআই সুন্দের রাজ এনডিটিভিকে বলেছেন, “ছয় জওয়ান নিহত হয়েছেন এবং এক জন আহত হয়েছেন।”

“এই সাত জওয়ান চোলনারের কাছে জিপ নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের জিপ লক্ষ্য করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হয়,” বলেছেন পুলিশের মহাপরিদর্শক বিবেকানন্দ সিনহা।

বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় মাটির ওই পথটিতে বিশাল বড় একটি গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাওবাদীরা দুটি একে-৪৭ ও দুটি ইএনএসএএস রাইফেলসহ পাঁচটি অটোমেটিক রাইফেল নিয়ে গেছে বলে এনডিটিভিকে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।

এ ঘটনার পর ঘটনাস্থল চোলনারে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামান সিংয়ের ২২ মে দান্তেওয়াদা জেলায় যাওয়ার কথা রয়েছে।