গরু জবাইকারী সন্দেহে মধ্যপ্রদেশে একজনকে পিটিয়ে হত্যা

ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে গরু জবাইকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 09:01 AM
Updated : 20 May 2018, 09:01 AM

বুধবার রাতে সাতনা গ্রামবাসীরা একদল ব্যক্তির ওপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই রিয়াজ নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছে এনডিটিভি।

রিয়াজের বন্ধু ৩৩ বছর বয়সী শাকিলের অবস্থাও গুরুতর। তাদের সঙ্গে থাকা অন্যরা গ্রামবাসীদের হামলার পরপরই পালিয়ে যায়।

পিটিয়ে হত্যার ঘটনায় চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ । এরা হলেন- পবন সিং গোন্ড, ভিজয় সিং গোন্ড, ফুল সিং গোন্ড ও নারায়ন সিং গোন্ড।  তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজেশ হিংগাংকর ঘটনাস্থল থেকে জবাই করা একটি ষাঁড় এবং ব্যাগে মোড়ানো আরও দুটি প্রাণীর মাংস পাওয়া গেছে বলে জানিয়েছেন।

উপ-বিভাগীয় কর্মকর্তা অরভিন্দ তিওয়ারিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তেজনা থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান হিংগাংকর।

জবলপুর হাসপাতালে অচেতন শাকিলের বিরুদ্ধেও পুলিশ গরু জবাইয়ের অভিযোগ এনেছে।

শাকিল ও রিয়াজ উভয়েরই পরিবার গরু জবাইয়ের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

গরু জবাইয়ের অভিযোগ প্রমাণিত হলে মধ্যপ্রদেশে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দুইদিনব্যাপী মধ্যপ্রদেশ সফর উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে; সাতনাতেও তিনি বিরতি নেবেন বলে জানিয়েছে এনডিটিভি।