জাতিসংঘের কাছে ‘নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ’ তদন্ত ও অপরাধীদের বিচার চেয়েছে ডিক্যাব।
Published : 27 Oct 2023, 10:10 PM
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় সাংবাদিক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিপ্লোম্যাটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
শুক্রবার এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস x সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
বিবৃতিতে তারা বলেন, নিরপরাধ সাংবাদিকদের প্রায় হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২৪ জন সাংবাদিক এতে প্রাণ হারিয়েছেন। এটা তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি।
সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গাজায় ইসরায়েলি হামলায় আক্রান্ত হচ্ছেন। এক হামলায় আল-জাজিরার সাংবাদিক ওয়াইল আদ-দাউহোহ তার পরিবারের তিন সদস্যকেই হারিয়েছেন।
ডিক্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হত্যা জঘন্য অপরাধ এবং কাপুরুষোচিত কাজ। গাজায় নিরপরাধ সাংবাদিকদের এমন হত্যার বিরুদ্ধে বিশ্ববাসীর আওয়াজ তোলা উচিত।
জাতিসংঘের অধীনে এ হত্যাকাণ্ডের ঘটনায় ‘নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ’ তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ডিক্যাব।