ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হবে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। তার আগেরদিন স্টলে স্টলে চলেছে সাজসজ্জা ও বই গোছানোর ব্যস্ততা।একুশে বইমেলা শুরুর আগেরদিন বুধবার স্টলে স্টলে চলেছে সাজসজ্জা ও বই গোছানোর ব্যস্ততা।
Published : 31 Jan 2024, 06:43 PM