গোকুল মেধে আঁচড় কেন?

বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে বা মহাস্থানগড় থেকে ২ কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে প্রত্নস্থল গোকুল মেধের অবস্থান। যদিও স্থানটি ‘বেহুলার বাসর ঘর’ নামেই বেশির ভাগ মানুষের কাছে পরিচিত। অনেকে ‘লক্ষ্মীন্দরের মেধ’ বলেও ডাকেন। প্রাচীন এই স্থাপনার গায়ে নাম লিখে সৌন্দর্য নষ্ট করছে অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 12:38 PM
Updated : 6 Feb 2023, 12:38 PM