বন্যার অষ্টম দিনেও ফেনীর বিরলী বাজার এলাকার নিম্নাঞ্চলগুলো কোমর পানির নিচে ডুবে রয়েছে। বাড়ির টানে ফিরে এলেও উঠানে পানির মধ্যেই চলাচল করতে হচ্ছে মানুষজনকে। কারও কারও ঘরে এখনও রয়েছে পানি।