বুড়িগঙ্গা নদী হয়ে ট্রলারে করে আসছে কোরবানির গরু। ঢাকার আশপাশের জেলা থেকে আনা এসব গরু চলে যাবে পোস্তগোলার শ্মশান ঘাট কিংবা অন্য কোনো হাটে।