দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে এখনও বের হচ্ছে মরদেহ। এক একটি লাশ পাওয়া যাচ্ছে আর শোকাহতদের বিলাপে ভারি হচ্ছে পরিবেশ। খোলা আকাশের নিচে তাঁবুর শিবিরে আশ্রয় নিয়েছেন হাজারো ঘরহারা মানুষ। খাবারের অপেক্ষায় থাকতে হচ্ছে শিশুদের।