ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর বিদীর্ণ শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষের প্রস্তুতি। সাফসুতরোর কাজ শেষ হয়েছে আগেই; এখন চলছে আলপনা, দেয়াললিখন আর চিত্র অঙ্কন।
Published : 19 Feb 2023, 05:36 PM