বেতন বকেয়া: কর্মবিরতির হুঁশিয়ারি রেডিও টুডের কর্মীদের

ছয় মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দেশের প্রথম এফএম রেডিও স্টেশন রেডিও টুডের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2022, 02:16 PM
Updated : 20 March 2022, 04:43 PM

ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন রেডিও টুডের কর্মীরা। সংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা তাদের দাবির প্রতি সংহতি জানান।

রেডিও টুডের জেষ্ঠ্য প্রতিবেদক মোসকায়েত মাশরেক বলেন, “অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন-ভাতাসহ সকল ন্যয্য পাওনা পরিশোধ করতে হবে। … আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন না দিলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি আমরা দেব।”

মানববন্ধনে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের দুর্দশা আর ক্ষোভের কথা তুলে ধরেন এবং সব পাওনা পরিশোধের দাবি জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম এ কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। 

কুদ্দুস আফ্রাদ বলেন, “রেডিও টুডে কর্তৃপক্ষকে বলতে চাই, অবিলম্বে কর্মীদের দাবি মেনে নিন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এ বিষয়ে রেডিও টুডের উপদেষ্টা ইমামুল হক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে রেডিও টুডের যে সকল ভাইয়েরা আন্দোলনের গিয়েছেন, তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। মহামারীর কারণে কারও চার মাস, কারও ছয় মাস, কারও দুই মাসের বেতন বকেয়া পড়েছে। আন্দোলনের মধ্যেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধান করা যায়। আমাদের ব্যবস্থাপনা পরিচালকও বকেয়ার বিষয়ে, কর্মীদের বিষয়ে পজিটিভ। আমরা আন্তরিকভাবে ভাই হিসেবে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”