সোশ্যাল অ্যান্ড নিউ মিডিয়া উইং করবে সরকার

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনায় ‘সোশ্যাল অ্যান্ড নিউ মিডিয়া উইং’ গঠন করবে তথ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 01:35 PM
Updated : 31 August 2020, 01:35 PM

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার মাসিক সমন্বয় সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই উইং গঠনের সিদ্ধান্ত জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব কেবল অপারেটর অবৈধভাবে চ্যানেল প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ে নবায়ন না করায় লাইসেন্স বাতিল হওয়া কেবল অপারেটরদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য সচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ ছাড়াও তথ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।