মিডিয়া কাপ ফুটবলে বিডিনিউজ টোয়েন্টিফোরের দুরন্ত সূচনা

মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের প্রথম ম্যাচে দৈনিক বর্তমানকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 11:14 AM
Updated : 14 Sept 2017, 11:31 AM

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দৈনিক বর্তমানকে চাপে রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খেলোয়াড়রা।

প্রথমার্ধ্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শহীদুল ইসলাম একটি এবং পেনাল্টি থেকে কামাল হোসেন তালুকদার আরেকটি গোল করেন।

দ্বিতীয়ার্ধ্বে নুরুল ইসলাম হাসিবের লম্বা শট দৈনিক বর্তমানের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

একটি গোলের পাশাপাশি সারা মাঠ দাপিয়ে খেলার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অধিনায়ক কামাল তালুকদার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

আগামী রোববার সকাল সাড়ে ১০টায় অনলাইন সংবাদপত্র বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হবে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে ৪০টি গণমাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে মিনিস্টার ফ্রিজ।

৪০টি গণমাধ্যমের ৪০টি দলের মধ্যে গত বছরের সেরা ১৬টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছে। সরাসরি দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজেদের প্রথম খেলায় জয় পেয়ে তৃতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করল।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, শামীম আহমেদ, মঈনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী মোবারক হোসেন এবং মাসুদ রানা (অতিথি খেলোয়াড়)।

টিমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার ম্যানেজার এবং প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছি টিম লিডারের দায়িত্বে আছেন।