শতবর্ষী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রতিটি ক্যান্টিন ও দোকানে কাজ করছে শিশুরা। পরিবারের অসচ্ছলতার কারণেই শিশুশ্রমে নাম লেখাচ্ছে ১৪ বছর বা এরও নিচের শিশুরা। দৈনিক দীর্ঘ সময় তাদের খাটুনির পর মাস শেষে পাওয়া ৩ থেকে ৫ হাজার টাকাও অনেক উপকারে আসে পরিবারের।
Published : 15 Oct 2022, 01:20 PM