তার এ নিয়োগ ২১ অগাস্ট থেকে কার্যকর হবে।
Published : 24 Aug 2024, 10:01 AM
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহেরকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সম্প্রতি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, তার এ নিয়োগ ২১ অগাস্ট থেকে কার্যকর হবে।
পেশাগত কাজে তাকে সহযোগিতা করতে প্রতিষ্ঠানের কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমাদের বর্তমান সম্পাদক ইনঅ্যাকটিভ, সেজন্য একজনকে তো দায়িত্ব নিতে হবে, তাই এই নিয়োগ।”