কয়েক বছর ধরেই ব্যবহৃত জিনিষপত্র বিক্রি করার ক্লাসিফাইড সাইটগুলোর জনপ্রিয়তা বেড়েছে বাংলাদেশে। তবে সম্প্রতি শুধু গাড়ি ও মোটরবাইক বেচাকেনার জন্যই চালু হয়েছে নতুন একটি ক্লাসিফাইড সাইট, নাম bdcarsales.com
Published : 14 Sep 2014, 08:28 PM
এই সাইট বাংলাদেশি ডেভেলপাররা তৈরি করেছেন। তবে উদ্যোক্তা অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি শুভ পাল।
সাইটের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান গাফফার জানান, এই সাইটের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৮ সালে, তবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বিক্রেতারা এখানে বিনামূল্যে গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন।
তবে সাইটে দেওয়া বিজ্ঞাপন বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছাতে আছে 'পেইড' বিজ্ঞাপন দেওয়ার সুবিধা। সাইটের কোনো বাংলা সংষ্করণ নেই।
ব্যক্তিগত বিজ্ঞাপনের পাশাপাশি গাড়ি ব্যবসায়ীদের ব্যবসায়িক বিজ্ঞাপনের সুয়োগও আছে সাইটে। আর প্রচারণার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
এছাড়াও সাইটের ব্যবহারকারীদের উৎসাহিত করতে পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি মাসে বিজ্ঞাপনদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বাছাই করা হয়, পুরষ্কার হিসেবে দেওয়া হয় একটি স্যামসাং গ্যালাক্সি নোট।