উচ্চ রক্তচাপ

শরীরে অন্যান্য অংশের চর্বির তুলনায় পেটের চর্বি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।

মামুনুর রশীদ শিশির আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2014, 02:08 PM
Updated : 3 Sept 2014, 02:08 PM

সম্প্রতি একটি গবেষণায় এরকম ফলাফল পাওয়া গেছে। আর গবেষণাটি করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস, ডালাসের অধ্যাপক আসলান ট্যুরের।

ট্যুরের বলেন, “পেটের বাইরের অংশের চর্বিগুলোর সঙ্গে ভেতরের অংশের চর্বির সম্পর্ক রয়েছে। ফলে বাইরে থেকে কম মনে হলেও পেটের ভেতরে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে।”

দেখা গেছে সব চর্বি পরিমাণ থেকে শরীরের নিম্নাংশের চর্বির পরিমাণ বেশি হলে শুধুমাত্র পেটের চর্বি তখন উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়, জানান ট্যুরের।

৯০৩ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের প্রায় সাত বছর ধরে পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণাটি করা হয়। পেটের চর্বির সঙ্গে উচ্চ রক্তচাপের এই সম্পর্ক নারী-পুরুষ, বয়স ও জাতিভেদে সমানভাবে ঝুঁকিপূর্ণ।

আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি'র জার্নালে প্রকাশিত হয় গবেষণার সম্পূর্ণ তথ্য।