বাহারি লন (ভিডিও সহ)

বেক্সিমকো বাজারে নিয়ে এল নারীদের জন্য বাহারি এবং আরামদায়ক লন কামিজের বিশাল সমাহার।

সেঁজুতি শোণিমা নদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2014, 10:55 AM
Updated : 3 July 2014, 10:58 AM

বাংলাদেশে ফ্যাশন হাউজগুলোর মধ্যে এই আয়োজন এইবারই প্রথম

নতুন ডিজাইন ও স্টাইলের এসব পোশাক নিয়ে ২৭ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে এক ফ্যাশন শোয়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশসহ দেশের বাইরের মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত আয়োজনে তুলে ধরা হয় বেক্সিমকোর এই সংগ্রহের বিশেষ কিছু পোশাক। ব্যতিক্রমী নকশায় স্টিচ ও সেমি স্টিচ পোশাকে প্রাধান্য পেয়েছে ফুলেল নকশা।

উৎসবে পরারমতো এসব পোশাকে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং আর ঐতিহ্যবাহি নকশা। গলায় নকশা এবং প্রিন্টের আঙ্গিকেও আছে বৈচিত্র্য।

গরম মৌসুমের কথা মাথায় রেখে এসব পোশাকে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি ও লিলেন কাপড়। হাতাকাটা পোশাকের পাশাপাশি আছে লম্বা ও ছোট হাতার পোশাক। পোশাকের জৌলুস বাড়াতে অনেকক্ষেত্রেই বাহারি লেইস, সূক্ষ্ম কারুকাজের এম্ব্রয়ডারি ও স্বচ্ছ হাতার ব্যবহার করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে বেক্সিমকোর নিজেস্ব আউটলেট ইয়েলোর সবগুলো শাখাতেই এখন থেকে পাওয়া যাবে ‘লাক্সারি লন’-এর এই সমাহার।

আগামী তিন মাসের মধ্যে অন্য বিভাগগুলোতেও পাওয়া যাবে এই পোশাক। এমনকি দেশের বাইরে, দুবাই, টরেন্টো ও নিউ ইয়র্কের শাখাতেও কিছুদিনের মধ্যে পাওয়া যাবে এই লন কামিজগুলো।