অন্তরঙ্গ সময়ের অন্তরায়

সে কি আমাকে ভালোবাসে, নাকি বাসে না— এই কথা সবসময় যদি মনের মধ্যে ঘুরপাক খায় তাহলে বুঝতে হবে আপনি ‘রিলেশনশিপ অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার (আরওসিডি) বা সম্পর্কের যন্ত্রণায় ভুগছেন।

লাইফস্টাইল ডেস্ক আইএএনএস /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2014, 10:23 PM
Updated : 20 June 2014, 10:23 PM

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ভালোবাসা নিয়ে সবসময় সন্দেহ করলে তা যৌনজীবনেও বিরূপ প্রভাব ফেলে।

ইসরায়েলের ইন্টারডিসিপ্লিনারি সেন্টারের (আইডিসি) গবেষক গাই ডরন বলেন, “যেসব থেরাপিস্ট পরিবার ও যুগলদের বিষয় নিয়ে পরামর্শ দেন, তারা প্রায়ই ‘আরওসিডি’ লক্ষণের বিষয়টি এড়িয়ে যান।”

নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে যারা সন্দেহে ভুগে, ভাবতে থাকে বর্তমান সঙ্গীর চাইতে অন্যকারোর সঙ্গে থাকলে হয়ত সম্পর্ক অন্যরকম হত, তারা স্বাভাবিকভাবেই সম্পর্কের নিরাপত্তাহীনতায় থাকেন।

জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত গবেষণায় ডরন উল্লেখ করেন, “যখন এই দুঃশ্চিন্তা মাথায় আসে তখন জীবনযাপনেও তা প্রভাব ফেলে। নির্দিষ্ট করে বলতে গেল এই ধরনের কাজে যারা যুক্ত থাকেন তারা ‘আরওসিডি’তে ভুগছেন।”

গবেষকরা জানান, যৌনজীবনে জটিলতার সমাধান বা যুগল থেরাপি নেওয়ার আগে ‘আরওসিডি’তে ভুগতে থাকলে সেটাই আগে নিরাময় করা দরকার।