ডাল রুটি
ইশরাত মৌরি,
Published: 06 Jun 2014 07:01 PM BdST Updated: 06 Jun 2014 07:01 PM BdST
বিকেলে বা সকালের নাস্তার জন্য চমৎকার খাবার।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী শাহনাজ শিমুল।
উপকরণ
ডালের জন্য: ডাল ১ কাপ। পেঁয়াজকুচি আধা কাপ। কাঁচামরিচ ৬-৭টি, কুচি করা। হলুদ আধা চা-চামচ। লবণ ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। ধনে-পাতাকুচি আধা কাপ।
রুটির জন্য: ময়দা ২ কাপ। লবণ ১ চা-চামচ। হালকা গরম পানি পরিমাণমতো।
পদ্ধতি
ধনেপাতা বাদে ডালের সব উপকরণ ২ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ধনে-পাতাকুচি আর ২ টেবিল চামচ তেল দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন যাতে নিচে না ধরে। সব একসঙ্গে মিশে শক্ত হয়ে যেতে থাকবে। তারপর পাতিল থেকে আলাদা বাটিতে সরিয়ে রাখতে হবে।
রুটি তৈরির জন্য অল্প অল্প পানি দিয়ে ময়দা শক্ত করে মাখিয়ে নিন। তারপর ২০ মিনিট ঢেকে রাখুন।
ছোট ছোট রুটি বানান। ডালের পুর বেশি করে নিয়ে একটি রুটির উপর রেখে, এর উপর আরেকটি রুটি দিন। ছোট রুটি ভর্তি করে ডালের পুর নিবেন। কারণ রুটি বেলতে হবেনা। তাওয়া গরম করে মাঝারি আঁচে সবগুলো রুটি সেঁকে নিন।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড