পারসোনা ও বায়োজিন’য়ের নতুন শাখা, বিভা ক্রিয়েশন্সের নতুন পোশাক
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2022 04:44 PM BdST Updated: 28 Apr 2022 04:44 PM BdST
বনানীতে পারসোনার নতুন শাখা। বায়োজিনের নারায়ণগঞ্জে। ভারতীয় উপমহাদেশের অভিজাত পোশাক নিয়ে বিভা ক্রিয়েশন্স।
নতুন রূপে, নতুন ঠিকানায় ‘পারসোনা’র বনানী শাখা

এই বিষয়ে পারসোনার ‘বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর’ শাওন তানভির এক বিজ্ঞপ্তিতে বলেন, “করোনা সময়ের দীর্ঘ বিরতির পর আমরা চেয়েছি ভোক্তাদের চমৎকার কিছু উপহার দিতে। সেই উদ্দেশ্যেই শাখাটির নতুন অন্দরসজ্জা এবং স্থান পরিবর্তন। সম্মানিত সেবাগ্রহণকারীদের সর্বোচ্চ স্বস্তি এবং আরাম নিশ্চিত করে বনানীর নতুন আউটলেটে পারসোনার সকল নিয়মিত সেবা পাওয়া যাবে।”
বনানীর ১১ নম্বর রোডের খাজা প্যালেসে এই নতুন শাখা উদ্বোধন করেন পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান। একই সঙ্গে উপস্থিত ছিলেন পারসোনার জ্যেষ্ঠ পরিচালক রুনু মোশাররফ-সহ অন্যান্য সকল কর্মকর্তা, পারসোনার কর্মীবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ, তারকা এবং সাংবাদিকবৃন্দ।
আয়োজনে উপস্থিত সকলের কাছে শুভ কামনা প্রত্যাশা করে কানিজ আলমাস খান বলেন, “আমাদের শক্তি আমাদের সেবা গ্রহণকারীরা। পারসোনা তার সেবাগ্রহীতাদের সুবিধার কথা চিন্তা করে সকল সিদ্ধান্ত নেয়। বনানীর আগের শাখাটিতে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। আমাদের সেবাগ্রহীতাদের আমরা যতটুকু সেবা দিতে চাই, তা দেওয়া সম্ভব হচ্ছিল না। আমরা চেয়েছি যারা সেবা নিতে আসেন তারা যেন সহজে, আরামদায়ক ভাবে পৌঁছুতে পারেন এবং সেবা গ্রহণের সময়ে কোন প্রকার অসুবিধা বা অস্বস্তির সম্মুখীন না হন। নতুন শাখায় আধুনিক সুযোগ সুবিধা এবং প্রশস্ত পরিসর ভোক্তাদের সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে বলে আমরা আশা করছি।”
রূপ সচেতনদের দীর্ঘ ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান।
ত্বকের সমস্যা সমাধানে, বায়োজিন এখন নারায়ণগঞ্জে।

এই ত্বক পরিচর্যার প্রতিষ্ঠানের নতুন শাখার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূর্ণিমা। এছাড়াও, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ছিলেন - পুচি ফ্যামিলি, গোলুস রিভিউসহ আরও অনেকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শাখায় থাকছে অভিজ্ঞ ডাক্তার, ট্রেইনড থেরাপিস্ট, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত স্কিনকেয়ার ট্রিটমেন্ট, ডার্মাটোলজিস্ট স্বীকৃত কসমেটিকসসহ ত্বক সম্পর্কিত সকল সমস্যার সমাধান।
প্রকৃত সৌন্দর্যের সন্ধানে, এমনই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করেছিল বায়োজিন কসমেসিউটিক্যালস।
ঈদ শপিংয়ে ভিভা ক্রিয়েশন্সে তারার মেলা

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তাদের এসব নতুন কালেকশন দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনয় শিল্পী ফেরদৌস, রিয়াজ, ইমন, নিপুনসহ শপিংয়ে আসা তারকারা।
ভিভা ক্রিয়েশন্সের চেয়ারম্যান রাকিব উদ্দিন (জুয়েল ঢালি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈদ শপিংয়ে আমার এখানে তারকাদের আগমনে আমি অত্যন্ত খুশি। কালেকশন দেখে তাদের মুগ্ধতা এবং প্রশংসায় আমরাও অনুপ্রাণিত। এখন থেকে বাড়তি টাকা খরচ করে বিদেশে না গিয়ে ভিভা ক্রিয়েশন্স থেকেই ভারতীয় উপমহাদেশের অভিজাত সব পোশাক কিনতে পারবেন দেশের মানুষ।”
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ