রঙ বাংলাদেশ’য়ের একুশ সংগ্রহ

পোশাকে নকশার বিষয় বর্ণমালা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2021, 04:02 AM
Updated : 17 Feb 2021, 04:02 AM

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের সংগ্রহে সাদা, কালো ও লালের পাশাপাশি এসেছে ধূসর রংয়ের ব্যবহার।

সুতি আর হাফ-সিল্ক কাপড়ে ব্লক প্রিন্ট ও এমব্রডারিতে করা হয়েছে জমিন অলঙ্করণ। প্রতিটি পোশাকের নকশায় নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানান অনুষঙ্গের সন্নিবেশে।

সংগ্রহে রয়েছে: শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের কামিজ, ফ্রক, স্কার্ট-টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

এসব পোশাকের মূল্যসীমা সাড়ে ৮শ’ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

উৎসবের পরিপূর্ণতার জন্যে পাওয়া যাবে যুগল ও পরিবারের সবার জন্যে একই বিষয়বস্তু নির্ভর পোশাক। উপহার সামগ্রী হিসাবে রয়েছে একুশের নানান মগ। রয়েছে গয়না, মেয়েদের ব্যাগ ও পার্স।

রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড ওয়েস্ট রঙ এবং রঙ জুনিয়র’য়ের পোশাকেও রয়েছে একুশের আমেজ।

প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র ছাড়াও তাদের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে একুশের পোশাক।