পরিচিত খাবারের ভিন্ন রূপ
লাইফস্টাইল ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 02:30 AM BdST Updated: 24 Jan 2021 02:30 AM BdST
ফারজি ক্যাফেতে খাবার পরিবেশন থেকে স্বাদ পর্যন্ত সব কিছুতেই রয়েছে নতুনত্ব।
আর এই ক্যাফেতে গিয়ে নতুনত্বের স্বাদ নিতে এখন বিদেশ নয়, রাজধানীর গুলশান এক গোলচক্কর থেকে একটু হাঁটলেই মিলবে ফারজি’র স্বাদ।
আন্তর্জাতিক চেইন ফারজি ক্যাফে মুম্বাইতে যাত্রা শুরু করেছিল ২০১৪ সালে। লন্ডন, দুবাই, ভারতসহ বিশ্বের ৮টি দেশে এই ক্যাফের শাখা রয়েছে। ৯ জানুয়ারি ঢাকাতেও যাত্রা শুরু করলেন তারা।
ভারতীয়, দেশি ও আশপাশের দেশের বিভিন্ন খাবার নতুন আঙ্গিকে উপস্থাপন ও স্বাদে কিছুটা নতুনত্ব আনার প্রচেষ্টা থাকে ফারজি ক্যাফের। যাকে আধুনিক রসনা পদ্ধতিতে বলা হয় ‘মলিক্যুলার গ্যাস্ট্রোনমি’।

তার কথায়, “একটি ‘কোলোইডল সিস্টেম’ অনুসরণ করে খাবার তৈরি করার মাধ্যমে আধুনিক স্পাইস বিস্ট্রোর সংজ্ঞাই বদলে দিয়েছে ফারজি ক্যাফে। এই পদ্ধতিতে মলিক্যুলার গ্যাস্ট্রোনোমি পদ্ধতি অনুসরণ করে খাবারের সব উপকরণকে প্রক্রিয়াজাত করা হয়, যেখানে আধুনিক বিজ্ঞানের স্পর্শে গতানুগতিক রন্ধন প্রণালীকে দেওয়া হয় এক নতুন রূপ।”
ফারজি ক্যাফে আন্তর্জাতিক জনপ্রিয় খাবারগুলো ভারতীয় স্থানীয় খাবারের ছোঁয়ার মিশেলে অত্যাধুনিক রন্ধনশৈলি ও আবহে তৈরি একটি নৈশভোজ অফার করছে।

ফারজি ক্যাফেতে যেমন মিলবে নানরুটি, কালাভুনা তেমনি মিলবে বিভিন্ন ধরনের ভর্তা, খিচুড়িসহ বিভিন্ন স্বাদের কোমল পানীয় ও মিষ্টান্ন। তবে উপস্থাপনাতে রয়েছে নতুনত্ব।
দাম ২শ’ থেকে ৫ হাজার টাকার মধ্যে। ওয়াইফাই’য়ের ব্যবস্থা আছে। খোলা থাকছে রাত ১২টা পর্যন্ত।
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)