ইয়ুথ নেক্সাসের ভিডিও এডিটিং কোর্স

ইয়ুথ নেক্সাসের উদ্যোগে তিন মাসব্যাপী "প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স" এর উদ্ভোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 08:37 PM
Updated : 18 August 2020, 08:37 PM

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কর্মদক্ষতা বৃদ্ধির এই আয়োজন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বদরুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ নেক্সাসের নির্বাহী পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা শেখ পলাশ মাহমুদ। তিনি উল্ল্যেখ করেন যে, কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ কনটেন্ট দিয়ে সাজানো হয়েছে। যা তিন মাসব্যাপী ২০টি ক্লাসের মাধ্যমে ৪০ ঘন্টা কোর্স সময়ে সম্পন্ন হবে।

এই অনুষ্ঠানে খুলনা ‘ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এর সভাপতি’সহ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইয়ুথ নেক্সাস আন্তর্জাতিক যুব দিবস ২০২০ এর প্রতিপাদ্য বিষয়কে প্রাধান্য দিয়ে আগামী এক বছর যুবদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্সের ডিজাইন সম্পন্ন করেছে।

ইয়ুথ নেক্সাস ২০১৪ সাল থেকে যুবদের উন্নয়নে কাজ করে চলছে। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনকৃত সংগঠন; ২০১৬ সাল থেকেই তারা এসডিজি অর্জনে কাজ করে চলছে।