স্বল্প খরচের ভেন্টিলেইটর

দেশীয় উপকরণ দিয়ে অল্প খরচে কম সময়ে তৈরি করা যেতে পারে ভেন্টিলেইটর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 03:50 PM
Updated : 7 April 2020, 03:50 PM

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রোগীর শ্বাসতন্ত্রে জটিলতা তৈরি করে। ফলে শ্বাস-প্রশ্বাসে দেখা দেয় সমস্যা। এই সমস্যা দূর করতে পারে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র, যা সার্বিকভাবে ভেন্টিলেটর হিসেবে পরিচিত।

এই চিকিৎসা যন্ত্রটির দাম অনেক। আবার সারা বিশ্বে এর যোগানও অপ্রতুল। বাংলাদেশেও একই চিত্র।

তাই কয়েকজন তরুণ সহজে এবং স্বল্প মূল্যে ভেটিলেইটর তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন।

আর এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে বিস্তারিত জানিয়েছেন এই পরিকল্পনাকারীদের একজন, আই ডিজাইন স্টুডিও’র স্থপতি আরেফিন চিশতি।