শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে রঙ বাংলাদেশ

রঙ এর পুরাতন পোশাক জমা দিয়ে কেনাকাটায় পাওয়া যাবে পঁচিশ শতাংশ ছাড়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 12:51 PM
Updated : 30 Dec 2019, 12:54 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি পোশাক ঘর ‘রঙ বাংলাদেশ’ জানায়, ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তারা ‘সবার জন্যে পোশাক’ আয়োজনের মাধ্যমে শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

বিনিময়ের মাধ্যমে শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য সংগ্রহ করা হবে পোশাক। এই উদ্যোগে ব্যবহার উপযোগী আছে তবে এখন আর ব্যবহার করছেন না, ক্রেতাসাধারণের কাছ থেকে এরকম পোশাক গ্রহণ করা হবে। আর এই অংশগ্রহণের এর বিনিময়ে পাওয়া যাবে নতুন কেনাকাটায় পঁচিশ শতাংশ মূল্য ছাড়। সংগ্রহ করা পোশাক ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’য়ের মাধ্যমে বিনামূল্যে শীতার্ত ও দরিদ্র মানুষদের দেওয়া হবে।

তবে মনে রাখতে হবে পুরানো ব্যবহারযোগ্য পোশাক হতে হবে রঙ, রঙ বাংলাদেশ, ওয়েস্ট রঙ, শ্রদ্ধাঞ্জলি, আমার বাংলাদেশ ও রঙ জুনিয়র-এর লেবেল সম্বলিত। আর মূল্য ছাড় পেতে নতুন কেনাকাটায় সামগ্রী হতে হবে ন্যূনতম ১ হাজার টাকার মূল্যমানের।

এই আয়োজন চলবে ২০ ডিসেম্বর ২০১৯ থেকে ২০ জানুয়ারি ২০২০ পর্যন্ত।