বৃক্কে যাদের সমস্যা কফি হতে পারে তাদের ভরসা

দীর্ঘদিন বৃক্কের জটিলতায় ভুগছেন এমন রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে পারে কফি।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 09:32 AM
Updated : 16 Sept 2018, 09:32 AM

পর্তুগালের সেন্ট্রো হসপিটালার লিসবোয়ানোর্টে’র গবেষকদের করা এক গবেষণায় এমন ফলাফলই পাওয়া গেছে।

তাদের পর্যবেক্ষণে দেখা যায়, যারা কমকফি পান করেন তাদের চেয়ে যারা বেশি পান করেন এমন রোগীদের ২৫ শতাংশ মৃত্যু ঝুঁকি হ্রাসপায় ৬০ মাসের মধ্যে। 

গবেষকদের মতে, সম্ভবত এর কারণ হতে পারেক্যাফেইন, যা দেহের বিভিন্ন পদার্থ নিঃসরণে সহায়তা করে। যার মধ্য আছে নাইট্রিক অক্সাইড,এটা শিরা উপশিরা কার্যক্ষমতা বাড়ায়।

“আমাদের গবেষণায় দীর্ঘস্থায়ী কিডনি রোগেআক্রান্ত রোগীদের মাঝে ক্যাফেইন গ্রহণের প্রতিরক্ষামূলক প্রভাব দেখানো হয়েছে।” বলেনগবেষণার প্রধান মিগাল বিগোটে ভিয়েরা।

“বয়স, লিঙ্গ, জাতি, ধূমপান, অন্যান্যরোগ ও খাদ্যাভ্যাসের পরেও মৃত্যু ঝুঁকি হ্রাস পায়।”

এই গবেষণার ফলাফল সুপারিশ করে যে, কিডনিরোগীদের বেশি ক্যাফেইন গ্রহণ মৃত্যু ঝুঁকি কমায়।

ভিয়েরা আরও বলেন, “এটা একটা সহজ চিকিৎসাগত উপকারিতা সম্পন্ন ও সস্তা বিকল্পহিসেবে কাজ করতে পারে।”

নেফ্রোলজি ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনজার্নালে প্রকাশিত গবেষণায় ৪,৮৬৩ জনের তথ্য সংগ্রহ করে বর্ণনা করে গবেষক দলটি। 

যদিও গবেষকরা জোর দিয়ে বলেন, এই পর্যবেক্ষণমূলকগবেষণায় প্রমাণ করা যায়নি যে ক্যাফেইন বৃক্করোগে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি কমায়তবে সম্ভাব্য সুরক্ষামূলক প্রভাব সম্পর্কে ধারণা দেয়।

আরও পড়ুন