বৃক্কে যাদের সমস্যা কফি হতে পারে তাদের ভরসা
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2018 03:32 PM BdST Updated: 16 Sep 2018 03:32 PM BdST
দীর্ঘদিন বৃক্কের জটিলতায় ভুগছেন এমন রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে পারে কফি।
পর্তুগালের সেন্ট্রো হসপিটালার লিসবোয়া নোর্টে’র গবেষকদের করা এক গবেষণায় এমন ফলাফলই পাওয়া গেছে।
তাদের পর্যবেক্ষণে দেখা যায়, যারা কম কফি পান করেন তাদের চেয়ে যারা বেশি পান করেন এমন রোগীদের ২৫ শতাংশ মৃত্যু ঝুঁকি হ্রাস পায় ৬০ মাসের মধ্যে।
গবেষকদের মতে, সম্ভবত এর কারণ হতে পারে ক্যাফেইন, যা দেহের বিভিন্ন পদার্থ নিঃসরণে সহায়তা করে। যার মধ্য আছে নাইট্রিক অক্সাইড, এটা শিরা উপশিরা কার্যক্ষমতা বাড়ায়।
“আমাদের গবেষণায় দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের মাঝে ক্যাফেইন গ্রহণের প্রতিরক্ষামূলক প্রভাব দেখানো হয়েছে।” বলেন গবেষণার প্রধান মিগাল বিগোটে ভিয়েরা।
“বয়স, লিঙ্গ, জাতি, ধূমপান, অন্যান্য রোগ ও খাদ্যাভ্যাসের পরেও মৃত্যু ঝুঁকি হ্রাস পায়।”
এই গবেষণার ফলাফল সুপারিশ করে যে, কিডনি রোগীদের বেশি ক্যাফেইন গ্রহণ মৃত্যু ঝুঁকি কমায়।
ভিয়েরা আরও বলেন, “এটা একটা সহজ চিকিৎসাগত উপকারিতা সম্পন্ন ও সস্তা বিকল্প হিসেবে কাজ করতে পারে।”
নেফ্রোলজি ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন জার্নালে প্রকাশিত গবেষণায় ৪,৮৬৩ জনের তথ্য সংগ্রহ করে বর্ণনা করে গবেষক দলটি।
যদিও গবেষকরা জোর দিয়ে বলেন, এই পর্যবেক্ষণমূলক গবেষণায় প্রমাণ করা যায়নি যে ক্যাফেইন বৃক্করোগে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি কমায় তবে সম্ভাব্য সুরক্ষামূলক প্রভাব সম্পর্কে ধারণা দেয়।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম