সবচেয়ে বড় হাতের আকৃতি

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’য়ে নাম তোলার ব্রত নিয়ে লাইফবয় তৈরি করলো ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 09:01 AM
Updated : 16 Oct 2017, 09:01 AM

প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। সঠিকভাবে হাত ধোয়ার মতো জীবনরক্ষাকারী অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে পালিত হয় নানান কার্যক্রম।

আর এই কার্যক্রমের অংশ হিসেবেই লাইফবয়’য়ের এই আয়োজন।

১৪ অক্টোবর রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ১১ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রী লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম-এর সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার লক্ষ্যে সমবেত হয়।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি। আরও ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আর ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার এই উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

- বিজ্ঞপ্তি।